Database Management System


ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা


ডাটাবেস হল অনেক গুলো ডাটা বা তথ্যের সংগ্রহশালা। যে সফটওয়ার অনেক তথ্য জমা রাখতে পারে। আমরা কম্পিউটারে বা মোবাইলে সফটওয়ার ব্যবহার করে থাকি। এসকল সফটওয়্যার তথ্য নিয়ে কাজ করতে পারে। আর তাই এই প্রোগ্রামে ডাটাবেস নামক প্রোগ্রাম যুক্ত থাকে যাতে ব্যবহারকারী সেই সফটওয়্যার তার সুবিধামত ব্যবহার করতে পারে। আজ আমরা এই ব্লগে জানব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে।

Database Management System

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কে সংক্ষেপে DBMS ও বলা হয়। তাহলে প্রশ্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি?

উত্তরঃ যে সফটওয়্যার সিস্টেমের সাহায্যে ডাটাবেস তৈরি, ব্যবহার ও নিয়ন্ত্রন করা যায় সেই সিস্টেম কে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে।

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা-

১। অনেক তথ্যের সংগ্রহ- ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে আমরা অনেক তথ্য জমা করতে পারি মেমরিতে। আমার সেই তথ্য প্রয়োজনে ব্যবহার করতে পারি।
২। তথ্যের নিরাপত্তা- আমরা যত বেশি তথ্য রাখি না কেন মেমরিতে তার নিরাপত্তা নিয়ে আমাদের ভাবতে হয় না। কারন তথ্য হারিয়ে বা নস্ট হয়ে যাবার কোন সুযোগ নেই।
৩। ডুব্লিকেট তথ্য- ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করলে তথ্য নকল বা ডুব্লিকেট হতে পারে না। সকল তথ্যকে ফিল্টার করে সংগ্রহ করা হয় ফলে নকল তথ্য বা একই জাতীয় তথ্য রিপিট হয় না।
৪। সাজানো তথ্য- এই প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করলে তথ্য এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তথ্য সমূহ সাজানো থাকে অর্ডার অনুসারে। ফলে তথ্য বিভ্রাট হয় না ব্যবহারকারীর কাছে।

মোট কথা তথ্য জমা রাখা, তা আপডেট করা বা ডিলিট করা এসকল কাজ খুব সুন্দরভাবে করা যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ।