Database Management System


DBMS(Database Management System): ডাটাবেস


ডাটাবেস: প্রথমেই জানা যাক ডাটাবেস কি সেই সম্পর্কে। ডাটাবেস হল- অনেকগুলো ডাটা বা তথ্যের সুসংগঠিত সমাহার যাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় যে কোন কম্পিউটার সিস্টেম থেকে।

ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম:
যে সফটওয়্যার সিস্টেমের সাহায্যে ডাটাবেস তৈরি, ব্যবহার ও নিয়ন্ত্রন করা যায় সেই সিস্টেম কে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে।

যেমন ধরুন আপনার একটি প্রতিষ্ঠান আছে, যেখানে অনেক কাজ করে। তাদের তথ্য সংরক্ষন, বেতন হিসাব সংরক্ষন ইত্যাদি কাজ করা জরুরী। সেই ক্ষেত্রে আপনাকে সফটওয়্যার সিস্টেম ব্যবহার করতে হবে। এই সফটওয়্যার সিস্টেম এ যুক্ত থাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
তো প্রশ্ন হতে পারে কিভাবে এই সিস্টেম তৈরি করা যায়?

ডেটাবেস ডিজাইন:
একটি ডেটাবেসে থাকে এক বা একাধিক টেবিল। টেবিল তৈরি হয় রো এবং কলাম নিয়ে। কলাম হচ্ছে টেবিলের ফিল্ডের নাম। আর রো তে থাকে ডাটা/তথ্য।

 database table

ভিডিও দেখে শিখুন প্রাক্টিক্যাল-